• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

অপরাধ

কোস্ট গার্ডের অভিযানে এয়ার গান, বিদেশী পিস্তল ও গোলাসহ আটক এক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০২৩

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি এয়ার গান, ০১ টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড তাজা গোলাসহ একজন আটক হয়েছে।
শুক্রবার (০১ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মুন্সীরহাট খাল সংলগ্ন বেইলী ব্রীজ এলাকায় একটি যাত্রীবাহী বাস (বিআরটিসি) তল্লাশী করে ৫ টি অবৈধ এয়ারগান, ১ টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড তাজা গোলা, ০১ বোতল বিদেশী মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি শেখ মোমিনুর ইসলাম (৩১) সাতক্ষীরা জেলার মাগুরাডাঙ্গা গ্রামের বাসিন্দা। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত অস্ত্র ও মাদক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা হতে নদীপথে লঞ্চযোগে রাজধানী ঢাকায় গমন করার উদ্দেশ্যে পাথরঘাটায় আনা হয়েছিলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads